জ্যোতি মালহোত্রার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললো ব্লগগার

স্কটল্যান্ডের এক ইউটিউবারের ভিডিও থেকে পাকিস্তানের চর ভারতীয় ইউটুবার জ্যোতি মালহোত্রার পাকিস্তান ভ্রমণের সময় তার ভ্রমণ নিশ্চিন্ত করতে একে ৪৭ হাতে ছয়জন বন্ধুক ধারী তার নিরাপত্তার দায়িত্বে ছিল ,স্কটল্যান্ডের ব্লজ্ঞার প্রশ্ন তুলেছেন এক জন ইউটুবারের জন্য এত নিরাপত্তা কিসের জন্য ? কিন্তু তার প্রশ্নের কোনো উত্তর লেখেনি । নিরাপত্তা কর্মীদের জ্যাকেটে লেখা ছিল “নো ফিয়ার “।