খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত তিন সপ্তাহ যাবৎ সারা দেশ জুড়ে [পেট্রল ও ডিজেলের দাম বেড়েই চলেছে ।আজ রবিবার ইন্ডিয়ান অয়েলের পেট্রল পাম্প গুলিতে পেট্রল ও ডিজেল বিক্রি হবে শনিবারের দ্বরেই ।উল্লেখ্য কলকাতায় গতকাল ডিজেলের দাম ছিল লিটার প্রতি ৭৫.৫২ টাকা । আর পেট্রোলের দাম ছিল লিটার প্রতি ৮২.০৫ টাকা ।উল্লেখ্য গত ৬ জুন পর্যন্ত টানা ৮২ দিন সারাদেশে থমকে ছিল পেট্রল ও ডিজেলের দাম । বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম কম হওয়া সত্ত্বেও ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...