খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:চলন্ত ট্রেনের ধাক্কায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। নিহতকে জনৈক সুবল দে বলে শনাক্ত করা হয়েছে। পেশায় তিনি অটোচালক। রবিবার ঊনকোটি জেলার অন্তর্গত কুমারঘাট মহকুমার বিরাশিমাইল এবং নালকাতার মাঝামাঝি জায়গায় ঘটেছে ঘটনাটি । জানা গেছে ধর্মনগর থেকে আগ্রতলাগামী প্যাসেঞ্জের ট্রেনের সঙ্গে একটি অটোর সংঘর্ষ হয়ে। প্রত্যক্ষ দর্শীদের বক্তব্য, জন মানব শূন্য লেভেল ক্রসিং পার করার সময় এক প্যাসেঞ্জের ট্রেনের ধাক্কায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...