ভারতীয় রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে আগামী ৩০ মে ২০২৫ থেকে বদলে যাচ্ছে ,দূরপাল্লার ট্রেনের তৎকালে টিকিট কাটার নিয়ম । ৩০ সে মে থেকে তৎকালে টিকিট বুকিং য়ের সময় সূচি হবে সব এসি ক্লাশের জন্য সকাল ১১ টা থেকে এবং নন এসি ক্লাশের জন্য দুপুর ১২ টা থেকে ।তার ফলে সার্ভারের উপর চাপ কমে যাবে ।একটি পিএনআরের মাধ্যমে একটি পরিবারের চারজন সদস্যের টিকিট কাটা যাবে । তবে এর জন্য আপনাকে আইআর সি টি সির আপের মাধ্যমে অনলাইন বুকিং করতে হবে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...