আজ দক্ষিণ কোরিয়ার মুয়ান বিমানবন্দরে ৬ জন কর্মি ও ১৮১ জন যাত্রী নিয়ে ব্যাঙ্কক থেকে যখন ফিরছিলো এই বিমানটি ,তখন অবতরণের সময় পিছলে গিয়ে একটি দেওয়ালে ধাক্কা মারে ঘটে যায় প্রচন্ড বিস্ফোরণ ,কালো ঘন ধোঁয়া ও আগুনের শিখা তে ঢেকে যায় বিমানটি ।আহত দের উদ্ধার করতে ,দমকলের ৩২ টি ইঞ্জিন এক যোগে কাজ করে,হাড় হিম করা এই দৃশ্য এক্স হ্যান্ডলে দেখে শিউরে ওঠে নেটিজেন রা ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...