দিঘার জগন্নাথ ধাম নিয়ে বিতর্ক ছড়িয়েছে ওড়িশা তে

গতকাল পুরীর মন্দির সেবায়েত সমিতির প্রধান ,রাজেশ দৈত্যপতির বিরুদ্ধে পুরীর মন্দির থেকে নিয়ম বিরুদ্ধে
ভাবে নিম কাঠ এনে দিঘার মন্দিরে জগন্নাথের বিগ্রহ নির্মাণ করেছে বলে পুরী থানা তে অভিযোগ জানান ,জয়ন্ত দাশ নামে এক স্থানীয় ব্যক্তি ।অভিযোগ মন্দির প্রশাসন কমিটির অনুমতি ছাড়া তিনি দারুব্রহ্ম দিঘা তে নিয়ে গিয়েছিলেন এই নিয়ে জগ্গন্নাথ সেনা নামক এক সংগঠন অভিযোগ জানায় ।