খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বাংলায় ঘটে যাওয়া হিংসা নিয়ে এইবার মুখ খুললেন দিল্লির বিজেপি সভাপতি মনোজ তিওয়ারি । সোমবার তিনি মমতা কে কটাক্ষ করে বলেন এতদিন তিনি বাংলার দিদি ছিলেন এখন চলছে তার বাংলায় “দাদাগিরি ” যেই ভাবে হিংসা ছড়িয়ে তিনি ভোট দখলের চেষ্টা করেছেন তা নজিরবিহীন ,তিনি বলেন মমতা দলীয় কর্মীদের উস্কে দিয়েছেন বিজেপি কর্মীদের আক্রমণ করতে তবে তার আশা বাংলায় বিজেপি এবার ২০ টির মত আসন পাবে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...