সংঘের শ্রমিক সংগঠন বিএমএস আগামী ১৭ নভেম্বর দিল্লির যন্ত্র মন্তরে কেন্দ্রীয় সরকারের বিলগ্নি করণ ,বেসরকারি করণ ও ঠিকা কর্মীদের পাকা চাকরির দাবিতে দিল্লির যন্তর মন্তরে আগামী ১৭ নভেম্বর একটি প্রতিবাদ সভার আয়োজন করেছে ।সংগঠনের জাতীয় সচিব বলেন রাষ্ট্রায়াত্ব সংস্থা গুলি দেশের উন্নয়ন বেকারত্ব সমস্যা সমাধানের জন্য গড়ে তোলা হয়েছিল ,এই গুলির বেসরকারি করণ চলবে না,বরঞ্চ নতুন প্রযুক্তি এনে এই গুলিকে বাঁচিয়ে তোলা উচিত ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...