খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিংহ খশিয়ারি মহারাষ্ট্রের বিগত বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দলের নেতা হিসাবে বিজেপির পরিষদীয় নেতা দেবেন্দ্র ফড়নবীশ কে সরকার গোড়ার আহবান জানিয়েছেন । বর্তমান পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসাবে দেবেন্দ্র শপথ নিলেও তার দলের পক্ষে একক শক্তিতে সংখ্যাগরিষ্ঠতার প্রমান দেয়া অসম্ভব ব্যাপার । অপরদিকে শিবসেনা নেতা উদ্ভব ঠাকরে ২.৫ বছরের জন্য মুখ্যমন্ত্রীর পদ দাবি করেছেন যা মানা বিজেপির পক্ষে অসম্ভব । এখন দেখার পরিস্থিতি কোন দিকে গড়ার ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...