খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : উত্তর কর্ণাটকের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সাংসদ অনন্ত কুমার হেগড়ে জানান , মহারাষ্ট্র কে দেয়া কেন্দ্রের ৪০ হাজার কোটি টাকার তহবিল বাঁচাতেই দ্বিতীয় বার ৮০ ঘন্টার জন্য দ্বিতীয় বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন ফরনবীশ । তিনি বলেন সম্পূর্ণ পরিকল্পনা করেই এটি করা হয় ,কারণ জোট সরকার ক্ষমতায় এলেই এই তহবিলের অপপ্রয়োগ হত । মুখ্যমন্ত্রী হওয়ার ১৫ ঘন্টার মধ্যেই ফরনবীশ সেই তহবিল কেন্দ্রের কাছে পাঠিয়ে দেন । কিন্তু তিনি এটি অস্বীকার করেন ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...