খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক: তথ্য প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ গতকাল জানিয়েছেন যে চেন্নাইতে নোকিয়ার বন্ধ থাকা কারখানাতে নতুন ভাবে হাতে নিয়ে আই ফোন প্রস্তুত করবে আইফোনের চার্জার – সহ যন্ত্রাংশ সরবরাহকারী সংস্থা সালকম। এখানে তৈয়ারী আই ফোন দেশের বাজারে পাশাপাশি বিদেশেও রফতানি হবে। পাঁচ বৎসরে ২০০০ কোটি টাকা লগ্নি করবে সালকম। সরাসরি কর্ম সংস্থান হবে ১০ হাজার । পরোক্ষে প্রায় ৫০,০০০ হাজার ব্যাক্তির।
রাজ্য
রাজ্য সরকার শিক্ষকদের বিরুদ্ধে কঠোর মনোভাব নিলো
ভারতীয় ন্যায় সংহিতার ধারা তে সরকারি কাজে বাঁধা সম্পত্তি ভাঙ্গচুর ,সরকারি কর্মীদের আটকে রাখা।অনাধিকার প্রবেশ সহ বিভিন্ন ধারা তে ১৭ জন শিক্ষকের বিরুদ্ধে বিধাননগর...