প্রচন্ড গরমে এইবার দেশের জলাধার গুলির জলের পরিমান উল্লেখযোগ্য ভাবে কমে গেছে । তার ফলে কৃষি ও শিল্পের অবস্থা বিপন্ন হতে পারে । ইতিমধ্যে কৃষি কাজ ব্যাহত হয়েছে ফলে আনাজের দাম মাথা ছাড়া দিয়েছে । দিল্লি ও বেঙ্গালুরুর মত শহরে জলকষ্ট দেখা দিয়েছে , তাপমাত্রা কিছু কিছু জায়গায় ৫২ ডিগ্রি ছুঁয়ে গেছে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...