কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের করোনা নিয়ে বৈঠকে দেশের বিজ্ঞান বিষয়ক প্রধান উপদেষ্টা বলেন “যেই ভাবে ভাইরাস ছড়িয়েছে তাতে তৃতীয় ঢেউ আশা শুধু সময়ের অপেক্ষা ,তবে কবে আসবে এখনো বলা সম্ভব নয় ,তৃতীয় ঢেউ রুখতে দেশে দ্রুতটিকাকরণের প্রয়োজনীয়তার কথা তিনি বলেন । তবে তিনি বলেন টিকা করণ জোরদার হলে সংক্রমণের হার অনেক কমে আসবে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...