নিহত ট্যাট্টু চালকের ভাই কে চাকরি দিলো কাশ্মীর ওয়াক অফ বোর্ড

পহেল গামে জঙ্গি হামলা থেকে পর্যটক দের বাঁচাতে গিয়ে প্রাণ দেন ৩০ বছর বয়েসী ট্যাট্টু চালক সাইয়েদ আদিল হুসেইন ।কাশ্মীর ওয়াক অফ বোর্ড আদিলের ভাই সৈয়দ নাজাকাত হুসেন শাহ কে চাকরির প্রস্তাব দিয়েছে ।আদিলের বাবা বলেন নিরীহ পর্যটক দের বাঁচাতে গিয়ে আমার ছেলে জীবন উৎসর্গ করেছে ।