রবিবার ভোর পৌনে ৬ টা নাগাদ বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে জয়পুর থেকে চেন্নাইগামী স্পাইস জেটের একটি বিমান জরুরি অবতরণ করে চেন্নাই বিমানবন্দরে ।জানা যাচ্ছে ফ্লাইট নম্বর এসজি ৯০৪৬ উড়ান টি বিমানবন্দরে অবতরণের আগে বিমানের একটি টায়ার ফেটে যায় । তা বুঝতে পেরে চালক এটি সির সঙ্গে যোগাযোগ করেন এবং উড়ানের জরুরি অবতরণের জন্য নির্দেশ নেন এটিসির কাছ থেকে ,বিমানের সবাই সুস্থ্য আছে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...