খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহ কর্তারপুরে হাই প্রোফাইল জাটাতে রওয়ানা দেয়ার আগেই পাকিস্তানের বিরুদ্ধে তোপ দাগলেন । তিনি বলেন “কাশ্মীরে ওরা আমাদের সেনাদের হত্যা করেছেন আর এখন নজর দিচ্ছে পাঞ্জাবের দিকে । আমি এই বিষয়ে ওদের বার বার সতর্ক করেছি ।পাঞ্জাব অথবা কাশ্মীর কোথাও তারা তাদের এই অসাধু অভিসন্ধি কার্যকর করতে পারবে না । তিনি বলেন পাঞ্জাবিরা বীর তারা হাতে চুরি পরে নেই ,কোনো রকম নাশকতা ঘটানোর আগে পাকিস্তান কে এই বিষয়টি মনে রাখতে হবে ।”
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...