পরিশ্রুত পানীয় জলের চাহিদা মেটাতে কলকাতা পুরসভার ১০২ নম্বর ওয়ার্ডে তৈরি হলো বুস্টার পাম্পিং স্টেশন।মঙ্গলবার কলকাতার মেয়র তার উদ্বোধন করবেন ।পুরসভার সূত্রে জানানো হয়েছে ওই এলাকার বাসিন্দারা এতদিন নলকূপের উপরে নির্ভরশীল ছিলেন বুস্টার পাম্পিং স্টেশন টি তৈরি হয়ে যাওয়াতে প্রতিদিন ১৮ লক্ষ্য লিটার পরিস্রুত পানীয় জল ওয়ার্ডের বিভিন্ন জায়গায় সরবরাহ করা সম্ভব হবে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...