ভোজ্য তেলের দাম বেড়েছে।তাই কেন্দ্রীয় সরকার পাম তেল উৎপাদনের জন্য সামনের পাঁচ বছরে ১১০৪০ কোটি টাকা মঞ্জুর করেছে। এতে দেশে পাম তেলের উৎপাদন তিন গুন বেড়ে যাবে এবং বিদেশী মুদ্রা বাঁচবে। তবে পরিবেশের ক্ষতির জন্য পাম চাষ এখন বন্ধ রয়েছে। অন্য তৈলবীজের তুলনায় পাম চাষে উৎপাদন বৃদ্ধি দ্রুত হয় তাই এইদিকে নজর দেওয়া হয়েছে। তবে এর জন্য অরণ্য নষ্ট হবে না। এখনকার জমিতেই চাষ হবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...