পৃথিবীতে অবাক করে ট্রাম্পের উপদেষ্টা বোর্ডে ঠাঁই পেলো দুই প্রাক্তন লস্কর কর্তা

সর্ষের মধ্যেই ভূত ,পহেলগাম জঙ্গি হামলার পরেই ডোনাল্ড ট্রাম্প ভারতবর্ষের পাশে থাকার বার্তা দিয়েছিলে । এই বার ট্রাম্পের ডিগবাজির নমুনা দেখলো সারা ভারত তথা বিশ্ব । এই বার তার উপদেষ্টা পরিষদে নাম উঠলো দুই প্রাক্তন লস্কর জঙ্গির ,এক ইসমাইল রোয়ার এবং দুই শেইখ হামজা ইউসুফের । হোয়াইট হাউস ব্যাখ্যা দিয়েছে এদের ধর্মীয় এবং জন প্রতিনিধিত্ব মূলক পদে রাখা হয়েছে ।