খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :প্রথমে ব্যাট করে মুম্বাই ১৬.১ ওভারে ৪ উইকেটে ১২৪ রান করার পর রোহিত আউট হন। এবার শুরু হয় পোলার্ড ও পাণ্ড্যর দুরন্ত ব্যাটিং। শেষ ৪ ওভারে তারা যোগ করেন ৮৯ রান। পোলার্ড শেষ ৩ বলে ৩ টি ছক্কা মারেন।পাণ্ড্য করেন ১১বলে ৩০ রান। এরপর ব্যাট করতে নেমে পাঞ্জাব ২০ ওভারে ১৪৩ রান করে ৮ উইকেটের বিনিময়ে এবং ৪৮ রানে হেরে যায়। ব্যাটিং এ পুরান ৪৪ রান করেন। অন্যরা মোটামুটি ব্যর্থ। পোলার্ড ম্যান অফ দ্য ম্যাচ হন।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...