প্রচুর ক্ষতির মুখে ভারতীয় ডাক বিভাগ

দেশের সব থেকে বড় আর্থিক পরিষেবা দেয় ডাক বিভাগ । দেশে ছড়িয়ে রয়েছে ১,৬০,০০০ পোস্ট অফিস । তার মাধ্যমে তারা ৪০ কোটি নাগরিকের কাছে পরিষেবা পৌঁছে দিচ্ছে । ডাক বিভাগে সম্প্রতি প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে দেখা যাচ্ছে ,২০২৪-২৫ অর্থ বর্ষে ডাক বিভাগে ক্ষতির পরিমান প্রায় ২৪,৫৫৩ কোটি টাকা । ডাক বিভাগ মূলত পার্সেল ব্যবসার উপরে নির্ভর করে । চিঠি পত্রের প্রচলিত ব্যবসা প্রায় উঠেই গেছে । আয়ের প্রধান উৎস সরকারি সঞ্চয় প্রকল্পের কমিশন এবং পোস্টাল জীবন বীমা ।