খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল কর্তারপুর করিডোর উদ্বোধন করতে গিয়ে নরেন্দ্র মোদী বলেন ” ভারত পাকিস্তানের মধ্যে গুরুনানকের জন্মস্থানে যাওয়ার জন্য ভারতীয় শিখদের যে ব্যাকুলতা ছিল তার রাস্তা খুলে গেলো ,এই দিনটিতেই অযোধ্যার রায় ও বেরোলো পাশাপাশি এই দিনটিতেই পশ্চিম এবং পূর্ব জার্মানির মধ্যে যে প্রাচীর ছিল তা ১৯৮৯ সালের ৯ নভেম্বর ভেঙে ফেলা হয়েছিল এবং দুই জার্মানি ঐক্যবদ্ধ হয়েছিল ,তাই তিনি এই ৯ই নভেম্বর দিনটি কে ঐতিহাসিক বলে ব্যাখ্যা করেন ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...