খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :তোর্ষা নদীতে জল বেড়ে যাওয়ায় ফাঁসিরঘাটে নৌকা পারাপার বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন জলস্তর কমেছে। তাই তিনদিন আগে এই ঘাট খোলা হয়েছে। এর আগে আমপান ঝড়ের সময় বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় কয়েকদিন নৌকো পারাপার বন্ধ ছিল। নৌকো পারাপার শুরু হওয়ায় এলাকার মানুষ খুব খুশি। তবে টিকিট সংগ্রাহক জানালেন করোনা ও লকডাউনের জন্য টিকিট বিক্রি কমেছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...