ফাঁসিরঘাটে নৌকা পারাপার শুরু

খবর ঘন্টায় ঘন্টায়  ওয়েবডেস্ক :তোর্ষা  নদীতে জল বেড়ে যাওয়ায়  ফাঁসিরঘাটে  নৌকা পারাপার বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন জলস্তর কমেছে। তাই তিনদিন  আগে এই ঘাট খোলা হয়েছে। এর আগে আমপান ঝড়ের সময়  বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় কয়েকদিন নৌকো পারাপার বন্ধ  ছিল।  নৌকো পারাপার শুরু হওয়ায় এলাকার মানুষ  খুব খুশি। তবে টিকিট  সংগ্রাহক জানালেন করোনা ও লকডাউনের জন্য টিকিট বিক্রি কমেছে।