খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় অভিযোগ করেন যে কেন্দ্রীয় সরকার তার ফোন ট্যাপ করেন। গত কাল শ্রীরামপুর লোজসভা ভোটের জনসভায় বলতে গিয়ে তিনি বলেন ” আমার তো বটেই সাধারণ মানুষের ব্যক্তিগত জীবনেও ”নজরদারি ” চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। কাউকে ফোন করে টুথপেস্ট আন্তে বললেও তারা তা ট্যাপ করে নেন ”। তিনি বলেন আই বির অফিসারাই তাকে একথা বলেছেন।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...