খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:গৌহাটি হাইকোর্ট থেকে নিজেদের পক্ষে রায় বের করতে না পারলে বয়সোত্তীর্ণ মিডিয়াম টেট পাস চাকরি প্রার্থীদের ভবিষৎ অন্ধকার। তাই সঠিক সির্ধান্ত এবং ভবিষৎ কর্মপন্থা নির্বাবরণের জন্য আগামী ১৬ জুন, রবিবার বদরপুরে এক সভা অনুষ্ঠিত হবে। বদরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এক স্কুলে এই সভা অনুষ্ঠিত হবে সকাল ১১ টা থেকে।এতে করিমগঞ্জ, কাছাড় ও হাইলাকড়ি জেলার বয়সোত্তীর্ণ টেট পাস যারা মামলার সঙ্গে জড়িত তাদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...