খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:রাজ্যতে নদী ভেঙে পড়ার সমস্যাকে প্রাকৃতিক দুর্যোগের তালিকায় অন্তরভুক্ত করার জন্য নিতি আয়োগের হস্তক্ষেপ কামনা মুখমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। অসম যেহেতু একটি বন্য পীড়িত রাজ্য তাই বন্যা প্রতিরোধ, পুননির্মাণ ও আক্রান্তদের পুনর্বাসনে অধিক অর্থ বরাদ্দের জন্য তিনি অনুরোধ করেছেন। আজ নয়াদিল্লিতে নিতি আয়োগের পঞ্চম কার্যকরী পরিশোধের বৈঠকে অংশ গ্রহণ করে এ কথাগুলো বলেছেন মুখমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। বৈঠকে পৌরোহিত্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...