ত্রিপুরা সরকারের পরিবহন ও পর্যটন মন্ত্রী গতকাল জানান যে আগামী মার্চ মাসের মধ্যেই ত্রিপুরার নিশ্চিন্তপুর ও বাংলাদেশের আখাউড়ার মধ্যে রেল সংযোগ করা হবে ।এই রেল সংযোগ হলে অনেক কাছাকাছি চলে আসবে কলকাতা ও আগরতলা ।বর্তমানে আগরতলা থেকে কলকাতা শহরের দূরত্ব রেল পথে ১৬১৩ কিমি আর আগরতলা আখাউড়া লাইন চালু হলে তা কমে দাঁড়াবে মাত্র ৫১৪ কিমি তে , উল্লেখ্য ২০১৮ সালে এই নিয়ে দুই প্রধানমন্ত্রীর মধ্যে চুক্তি হয়েছিল ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...