বাংলাদেশের পরিস্থিতি তে হিন্দু নির্যাতন যত বেড়েছে,ততই পদ্য শিবিরে রাজ্যের সদস্য সংগ্রহ অভিযানে পালে হাওয়া লাগছে । ১৫ ডিসেম্বর অব্দি সদস্য সংগ্রহ অভিযান ছিল গতি-হীন ।কিন্তু চিন্ময় কৃষ্ণ দাশের গ্রেপ্তারি এবং হিন্দু নির্যাতনের বিরুদ্ধে শুভেন্দুর অধিকারীর হিন্দুরা এক হয়ে যাও কর্মসূচিতে প্রভাব পড়েছে রাজ্যের সদস্য সংগ্রহ অভিযানে ,বিশেষ করে নদীয়া উত্তর -দক্ষিণ ,বালুরঘাট ও কোচ-বিহারের মত জেলা গুলিতে । সাংসদ শমীক ভট্টাচার্জি বলেন ১ কোটি সদস্য সগ্রহ আমরা হয়তো পূর্ণ করতে পারবো ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...