খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ডিসেম্বর থেকেই আবারো ভর্তুকি হীন গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে হতে চলেছে ৭০৬.০১ পঁয়সা থেকে বেড়ে হতে চলেছে ৭২৫.৫০। ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে গেলো ১৯.৫০ টাকা । এই নিয়ে গত চার মাসে গ্যাসের দাম বাড়লো মোট ১২৪ টাকা ।বাজারে আনাজ অগ্নিমূল্য ,তার উপরে যদি প্রতি মাসে এই ভাবে গ্যাসের দাম বাড়ে তাহলে বলা ভালো মধ্য বিত্তদের সংসার চালাতে নাভিশ্বাস উঠবে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...