দ্বিতীয় বারের জন্য কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস যেদুরাপ্পা দ্বিতীয় বারের জন্য করোনা আক্রান্ত হয়েছেন ।প্রথম বার গতবছরের আগস্টে তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন ।সেই সময় তার শরীরে সংক্রমণ ছাড়া অন্য কোনো সমস্যা ছিল না। তিনি গৃহবন্দি হয়ে চিকিৎসা চালিয়েছিলেন এবং সেরে উঠে করোনার প্রথম ডোজের টিকা নেন,দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার আগেই তিনি আবারও সংক্রমিত হলেন ,কো -মরবিডিটি থাকায় তাকে রামায়া হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...