খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :বিহার বিধানসভা নির্বাচনের ভোট তিনটি পর্যায়ে হবে। প্রথম দফায় ভোট হবে ২৮শে অক্টোবর। দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে ভোট হবে যথাক্রমে ৩রা ও ৭ই নভেম্বর ২০২০।ভোট গোনা হবে ১০ই নভেম্বর। এই ভোটে ২৪৩ জন এম এল এ নির্বাচিত হবেন। সরকার গঠন করতে কমপক্ষে ১২২ জনের সমর্থন দরকার। প্রথম ,দ্বিতীয় ও তৃতীয় দফায় যথাক্রমে ৭১,৯৪এবং ৭৮ টি আসনে ভোট নেওয়া হবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...