খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :কর্ণাটক সরকার দ্রুত গতিতে বেড়ে চলা করোনা সংক্ৰমন রুখতে গত শনিবার রাত আটটা থেকে আজ সোমবার ভোর ৫টা পর্যন্ত্য টানা লকডাউন ঘোষণা করেছিলেন। তবে আগেই রাজ্যে ৫ই জুলাই থেকে শুরু করে প্রত্যেক রবিবারে লকডাউন জারী কথা ঘোষণা করেছিল কর্ণাটক সরকার।কর্ণাটক এর স্বাস্থ্য দফতর থেকে বলা হয় শনিবার রেকর্ড সংখ্যক সংক্রামণের মুখে দাঁড়িয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাত্রে কার্ফুর সময় সীমাও ১ ঘন্টা এগিয়ে রাত ৮টা করা হয়েছে। পাশাপাশি শনিবারও বন্ধ থাকবে সব সরকারী দফতর। ৩৩ ঘন্টা লকডাউন কতটা কার্যকরী হল তা জানা যাবে মঙ্গলবার।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...