দেশের বাণিজ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী জানা যাচ্ছে ,ফেব্রূয়ারির পরে মার্চের প্রথম দুই সপ্তাহে ভারতের রফতানি বাড়লো ।প্রাথমিক তথ্য অনুযায়ী জানা যাচ্ছে ১৭.২৭% বেড়ে রফতানি এসে দাঁড়িয়েছে ১৪২২ কোটি আমদানি ও ২৭.৭৭ % বেড়েএসে দাঁড়িয়েছে ২২.২৪ কোটি ডলারে । তার ফলে ওই সময়ের মধ্যে বাণিজ্যিক ঘাটতি এসে দাঁড়িয়েছে ৮০২ কোটি ডলারে ।রফতানি বেড়েছে ইঞ্জিনিয়ারিং পণ্যের ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...