ভারত কি পারবে ২০৪৭ শালের মধ্যে “বিকশিত ভারতের লক্ষ্যে পৌঁছাতে “

২০৪৭ শালের বিকশিত ভারতের জন্য টানা ৮% আর্থিক বৃদ্ধি প্রয়োজন ।কিন্তু অর্থনীতি বিদ রা আশঙ্কা করছেন ২৪-২৫ অর্থবর্ষের যে ফলাফল প্রকাশ হবে ৩০ সে মে ,তাতে আর্থিক বৃদ্ধি ৬.৫% পৌঁছানো কঠিন । কৃষি ক্ষেত্রে হাল ভালো হলেও ,কারখানার উৎপাদন,নতুন লগ্নি এবং বাজারে কেনা কাটা সব শ্লথ গতিতে চলছে ,তবে অর্থ মন্ত্রক মনে করছে ২৪-২৫ অর্থ বর্ষের শেষ তিন মাস আর্থিক বৃদ্ধির হার কিছুটা হলেও বাড়বে ।