খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ সকালে সিআইডির একটি দল দাশপুরে ভারতী ঘোষের অস্থায়ী ঠিকানা তে বেশ কিছুক্ষন অপেক্ষার পরে তাকে জিজ্ঞেসাবাদ করে । উল্লেখ্য ভারতী ঘোষ ঘাটাল লোকসভা কেন্দ্র তে এইবার বিজেপি প্রার্থী হয়ে ভোটে লড়ছেন । দাসপুরের তোলাবাজির একটি পুরোনো মামলায় ভারতীর নাম জড়িয়ে যায় এবং তার বিরুদ্ধে তদন্তে নামে সিআইডি । বিজেপির রাজ্য নেতৃত্ব এই ঘটনায় প্রতি হিংসার গন্ধ পাচ্ছে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...