খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রাজস্থানের ভিলোয়ারের কোনো বড় সর কর্মসূচি নয় অথবা কেরলের মত আয়োজন ও নয় আগ্রার ক্লাস্টার কোন্টাইনমেন্ট মডেল তখনো জানা ছিল না জাব্বলপুরের একমাত্র সম্মিলিত প্রয়াস ছোট ছোট কর্মসূচি এবং মনে প্রাণে লকডাউন মেনে মিলে মিশে হারিয়ে দিয়েছে জব্বলপুরের অধিবাসীরা মারণ করোনাভাইরাস কে ,মধ্য প্রদেশের সংখ্যা যেইখানে উদ্বেগের কারণ সেইখানে জব্বলপুরের করোনারোগী হাতে গোনা নতুন আক্রান্তের কোন খোঁজ নেই এবং যারা আক্রান্ত হয়েছিল তারা সুস্থ্য হওয়ার পথে । কার্ফ্যু অস্ত্রে জিতে গেলো জব্বালপুর ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...