খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল কোচ বিহারের কর্মিসভায় হায়দ্রাবাদের মুসলিম নেতার নাম না করে ওয়াইসির নাম না করে বলেন “সংখ্যালঘুদের মধ্যেও কট্টর পন্থা বেরিয়ে এসেছে । বিজেপির থেকে এরা টাকা নেয় । এদের বাড়ি হায়দ্রাবাদে এরা উত্তর বঙ্গে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের নিরাপত্তার আশ্বাস দিয়েছে । মমতার এই উক্তির বিরুদ্ধে ওয়াইসি পাল্টা অভিযোগ করে বলেন বাংলার সংখ্যালঘুদের যে কোনো উন্নয়ন হয়নি এটা বলার জন্য কোনো ধর্মীয় উগ্রপন্থার দরকার হয় না ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...