খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :জাল ফেলে মাছ ধরতে গিয়ে মহানন্দা ব্যারেজে এক যুবক নদীতে জলের স্রোতে তলিয়ে যান। তার নাম মিলন বিশ্বাস। শনিবার বিকেলে ঘটনাটি ঘটে। তখন ব্যারেজের গেট খোলা ছিল। ফাঁসিদেওয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক ঘন্টা তল্লাশি চালায়। দেহ না পাওয়ায় এসডিআরএফ দল জলে নেমেও তাঁর খোঁজ পায়নি। দার্জিলিংএর ডিএসপি(গ্রামীণ) অচিন্ত্য গুপ্ত জানান সোমবার আবার ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রূপের সদস্যরা নদীতে ফের তল্লাশি করবেন।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...