খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কাশ্মীরের দুই বন্দি নেতা কে মুক্তি দেয়ার কথা ঘোষণা করলো জম্মু – কাশ্মীর প্রশাসন । সোমবার প্রশাসন সূত্রে জানা যায় পিডিপি নেতা দিলোয়ার মীর এবং এনডিপির নেতা গুলাম হাসান মীর কে মুক্তি দেয়া হচ্ছে । জম্মু কাশ্মীরে নিষেধাজ্ঞা জারির পরে এই প্রথম কোনো বন্দি কাশ্মীরি নেতা কে মুক্তি দিলো প্রশাসন । উল্লেখ্যে প্রাক্তন বিধায়ক আশরাফ মীর এবং হাকিম য়াসিম কে এমএলএ হোস্টেল থেকে সরিয়ে বাড়িতে নজরবন্দি করে রাখা হয়েছে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...