করোনার জন্য সমুদ্র সৈকত, নদীর তীর অথবা পুকুরের ধারে ছট পূজার অনুমতি দেওয়া হবে না। একথা জানিয়েছে মুম্বই পুরসভা। মুম্বইয়ে বসবাসকারী বিহারের কিছু লোকজন রাজ্য সরকারের কাছে ছট পূজার জন্য নিয়ম শিথিলের আবেদন করেছিলেন। কিন্তু করোনার জন্য নিয়মের কড়াকড়ি বজায় রাখতে চায় সরকার। এর আগে দিল্লিতেও যমুনার তীরে , মন্দির ও প্রকাশ্য স্থানে ছট পূজা নিষিদ্ধ করা হয়েছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...