নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : মেঘালয়ে খনি দুর্ঘটনার ১৫ দিন পরে টনক নড়লো সরকারের ,আজ সকালে গুয়াহাটির বিমানবন্দরে ৭ টি উচ্চক্ষমতা সম্পন্ন জল নিস্কানসনের পাম্প নিয়ে একটি বায়ু সেনার বিমান অবতরণ করে গুয়াহাটি বিমান বন্দরে ,বিমানটি ভুবনেশ্বর থেকে সেখানকার দমকল বাহিনীর বিশেষ দল কে নিয়ে গুয়াহাটি বিমান বন্দরে অবতরণ করে । উচ্চ ক্ষমতা সম্পন্ন পাম্প প্রস্তুতকারক সংস্থা কির্লোস্কার ব্রাদার্স লিমিটেড খনি শ্রমিকদের উদ্ধার করার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...