যুব তৃণমূল নেতা কে কোচ বিহারে নৃশংস ভাবে হত্যা করা হলো

গতকাল কোচ বিহার ১ ব্লকের দাওয়াগুড়ি পঞ্চায়েত প্রধানের ছেলে ও ওই এলাকার তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি অমর রায় কে বাইক নিয়ে এসে ঘিরে ফেলে ফলপট্টির সামনে ,তাকে ঘিরে ফেলে এবং নির্বিচারে গুলি করে তাকে হত্যা করে । এর পরে আততায়ীরা ডোডোয়ার রাস্তা থেকে বানেস্বরের দিকে চলে যায় ।সিসিটিভি ফুটেজে সেটাই ধরা পড়েছে ,আমাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ ভিত্তিহীন ওটা তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ফসল ।