বৃহস্পতিবার উত্তরপ্রদেশ সরকার ঘোষণা করেন যে রাজ্যের সব স্কুল ১৫ মে অব্দি বন্ধ থাকবে । আগামী রবিবার উত্তরপ্রদেশে পূর্ণ লকডাউন হবে ,মাস্ক ছাড়া রাস্তায় বেরোলে জরিমানা হবে ১০,০০০ টাকা ।দ্বিতীয়বার যদি সেই ব্যক্তি ধরা পরে তবে তাকে জরিমানা দিতে হবে ১০ গুন্,ইতিমধ্যে উত্তর প্রদেশের ১০ টি জেলাতে সন্ধ্যা ৮ থেকে ৭ টা অব্দি কার্ফু জারি করা হয়েছে ।বেনারসে গত ২ সপ্তাহে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে ১২৬৬%।পর্যটকদের না আসার অনুরোধ করেছেন প্রশাসন ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...