খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:আহমেদ বড়লস্কর নামে ৬০ বছরের মৌলবী কে রংপুরে শুক্রবার সন্ধ্যারাতে মারধরের ঘটনায় পরিস্থিতি উত্তাল হয়ে উঠলেও কার্যত শেষ রাতের দিকে স্বাভাবিক হয়ে। রাতেই বিশাল পুলিশ বাহিনী ঘটনায় জড়িতদের ধরতে হন্নে হয়ে খুঁজে বেড়াই। তখন পুলিশ দুজনকে আটক করে। ধৃতদের নাম সঞ্জীব দাস ও শুভেন্দু ঘোষ। প্রথম জনের বাড়ি রংপুর গঙ্গাপাড়ায়। ওপর জনের বাড়ি নরসিংহ করার কাছে। পুলিশ মৌলবী কে মারধরের কারণ জানতে ধৃতদের জেরাকরে।
রাজ্য
রাজ্য সরকার শিক্ষকদের বিরুদ্ধে কঠোর মনোভাব নিলো
ভারতীয় ন্যায় সংহিতার ধারা তে সরকারি কাজে বাঁধা সম্পত্তি ভাঙ্গচুর ,সরকারি কর্মীদের আটকে রাখা।অনাধিকার প্রবেশ সহ বিভিন্ন ধারা তে ১৭ জন শিক্ষকের বিরুদ্ধে বিধাননগর...