খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সম্প্রতি বিজেপির সঙ্গ ত্যাগ করে মহারাষ্ট্রে কংগ্রেসের হাত ধরে মুখ্যমন্ত্রীত্বের পদ জোগাড় করেছেন উদ্ভব ঠাকরে । কিন্তু গতকাল লোকসভা তে বিজেপির পাশে এসে দাঁড়ালেন তারা নাগরিকত্ব সংশোধণ বিলে (সিএবি )।আগামী কাল রাজ্যসভায় বিলটি পেশ করার কথা । কিন্তু রাজ্য সভায় তারা আবার এই বিলটির বিরোধিতা করবেন বলে জানিয়েছেন ।রাজ্য সভায় বিরোধীরা নতুন পদ্ধতি নিতে শুরু করেছেন বিরোধী শিবসেনা কে সঙ্গে নিয়ে । নিজেদের সরকার কে বাঁচাতে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...