খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আসামের মত সারা দেশ জুড়েই এনআরসি চালু হবে বলে জানালেন অমিত শাহ । তিনি আরো বলেন যে কোনো ধর্মের মানুষের এর জন্য ভয়ের কিছু নেই ,কারণ সব ব্যক্তি কেই এনআরসি তে অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করা হয়েছে । অমিত শাহ বলেন এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী বিল এই দুটি আলাদা জিনিস । তিনি বলেন সাংসদ সম্ভবত তার কথা বুঝতে ভুল করছেন এনআরসিতে সব ধর্মের লোকের অন্তর্ভুক্তির কথা বলা হয়েছে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...