শাস্তি মূলক ব্যবস্থা হিসাবে রাষ্ট্রায়াত্ব অথবা সরকারি সংস্থার কর্মি চাকরি গেলে অবসরকালীন কোনো সুবিধা
তিনি পাবেন না বলে জানিয়ে দিলো কেন্দ্র । চাকরি যাওয়ার বিষয়টি সংশ্লিষ্ঠ বিষয়টি খতিয়ে দেখবে ।বরখাস্ত কর্মীদের জন্য বিশেষ ভাতা চালুহবে । তবে তিনি পরবর্তী কালে ,পেনশন অথবা স্বামী -স্ত্রীর ফ্যামিলি পেনশন পাবেন কিনা সেই বিষয়টি তার ভবিষ্যৎ আচরণের উপর নির্ভর করবে ।