গতকাল রাজ্যপাল শিক্ষা সংক্রান্ত আলোচনার জন্য শিক্ষা মন্ত্রীকে ডেকে পাঠিয়েছিলেন রাজভবনে । তাদেরমধ্যে আলোচনা হয়েছে বলে টুইট করেন রাজ্যপাল ।ঝাড়গ্রাম -সাধু রাম চাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাজের মেয়াদ ১ বছর বাড়ানোরজন্য সুপারিশ পাঠিয়েছিল শিক্ষা দফতর ।ইতিমধ্যেই উপাচার্যের কাজের মেয়াদ ১ বছর বাড়িয়ে দেওয়া হয় ,রাজ্যপালের সঙ্গে শিক্ষা মন্ত্রী এই বিষয়ে কথা বার্তা হয় ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...