খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল বিজেপি নেতা অমিত শাহ শিবসেনা সুপ্রিম তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে কে খোঁচা দিয়ে বলেন ,উদ্ভব ঠাকরে তো অযোধ্যা যাচ্ছিলেন গত সপ্তাহে ।সফর চূড়ান্ত ছিল কিন্তু মুখ্যমন্ত্রী হবেন বলেই কি তিনি সফর বাতিল করেছেন ।প্রসঙ্গত উল্লেখ্য গতকাল রাতেই মহারাষ্ট্র মন্ত্রেই সভার প্রথম বৈঠকের শেষে সাংবাদিক সম্মেলনে এসে মেজাজ হারান উদ্ভব ,তাকে প্রশ্ন করা হয়েছিল শিবসেনা কি এখন থেকে ধর্মনিরপেক্ষ হয়ে গেলো ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...