বহু দেশ কোভিশিল্ডের কর্মক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে। কিন্তু এই টিকা নিয়ে ভারতের সামরিক বাহিনী উপকৃত হয়েছে।. এই টিকা দেওয়ার ফলে সংক্রমণ ৯৩ % কমেছে ও মৃত্যু কমেছে প্রায় ৯৮ %..সামরিক বাহিনী কোভিশিল্ডের ওপর একটি সমীক্ষা করেছিল ১৬ই জানুয়ারী থেকে ৩০ শে মে এর মধ্যে। ১৬ ই জানুয়ারি থেকে টিকা দেওয়া শুরু হয়। তবে শিশু ও বয়স্করা এই সমীক্ষার মধ্যে না থাকায় তাদের সম্পর্কে কোন তথ্য নেই।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...